English | বাংলা
Logo
 

 

সত্য অথবা মিথ্যা

সাহিত্য ক্যাফে, ১৬-১১-২০১৩

সত্য এসে দাঁড়ালো সমুখে।
আমি তার চোখে চোখ স্থির করে তাকাব কীভাবে?
আমার নিঃশ্বাস নিতে কষ্ট হোলো তাকে দেখে –
এত শান্ত, দৃষ্টিহীন চোখ।
আমি চোখ সরালাম। পালালাম চোখের পলকে।

মিথ্যা এসে দাঁড়ালো শ্রবণে।
এতটা কর্কশ তার গলা – ভাঙা, ফাটাফাটা, গুহ্যপথ-কাটা।
বধির বলদ আমি এতদিন তাকেই ভেবেছি গান।
ভগবান, এই সত্য কান থেকে বাঁচাও আমাকে।
আমি তাকে কোনোদিন শুনতে চাই না এ জীবনে।


রাবি: ১৬ই নভেম্বর ২০১৩

 
 
 
 
 
Logo