English | বাংলা
Logo
 

 

নীল কোকিলের গান

সাহিত্য ক্যাফে, ০৬-০৮-২০১৩

ইস্ক্রা রহমানের জন্য …

অস্তিত্বের খানিক নিচেই জ্বলতেছে লাল আলো–
জ্বালো তোমার আওয়াজ, মানুষ, ফুলকিনিচয় জাগে;
ডাক দিয়ে যায় সত্তা তোমার – যদিও সময় কালো –
অন্ধকারের ঘোর অমাতেও আত্মা-আগুন থাকে।

আগস্টের এই ছয় তারিখে কোনখানে ডিম পাড়ে
আকাশ থেকে মিথ্যাকারের ইস্পাত-ঈগল পাখি;
কে জানে ফের কোন গগণে মার্কিনাগুন-ঝড়ে
নীলচে সবুজ হিরোশিমায় জ্বলছে নাগাসাকি।

ইস্ক্রা, তোমার গানের আগুন – অচেনা সিম্ফনি –
জ্বালবে গানের শিখা কালের হারমোনিকার মতো;
ব্যক্তি-সমাজ-শিখার লালে নাচবে যে হারমোনি
তারই সুরে কাঁপতেছে আজ শুষ্ক পাতার ব্রত –
শীত পেরুনোর স্বপ্নসহা নীল কোকিলের ডাকে।


রচনা: ৬ই আগস্ট ২০১৩। পরিমার্জনা: ২৩শে নভেম্বর ২০১৩

 
 
 
 
 
Logo