English | বাংলা
Logo
 

 

স্বৈরতন্ত্রের হাত থেকে দেশকে স্বাধীন করতে চাই নতুন ছয় দফা

Facebook, ৩০-১১--০০০১

ফেসবুকে লিখেছিলাম: "সর্বাত্মক স্বৈরতন্ত্রের হাত থেকে স্থায়ীভাবে দেশকে স্বাধীন করার জন্য চাই নতুন 'ছয় দফা' কর্মসূচি"। তাই দেখে এক বাঙালি বলশেভিক এসে বলছেন: "৬ দফাই লাগবে কেন? ১১দফা বা অন্য কোন দফা নয় কেন?" ছয় দফার কথা বলেছি,কারণ ছয় দফা বাঙালির মুক্তিসনদ ছিল। পাকিস্তানি স্বৈরতন্ত্রের হাত থেকে। আজকের বাংলাদেশে আবার আমাদের বড়ো একটা মুক্তি দরকার। বাঙালি স্বৈরতন্ত্রের হাত থেকে। তার জন্য নতুন একটা মুক্তিসনদ চাই। ছয় দফা একটা প্রতীক। স্বৈরতন্ত্রের হাত থেকে গোটা জাতির মুক্তির। ছয় দফা গোটা বাঙালী জাতির প্রাণের দাবি হয়ে উঠেছিল। ১১ দফা ছয় দফারই এক্সটেনশন মাত্র। ছয় দফা বাঙালির মুক্তি সংগ্রামের প্রতীক। (ওটা দেখলেই যাঁদের আওয়ামী লীগের কথা মনে পড়ে তাহলে ভুলে যান এই আওয়ামীলীগ আর ওই আওয়ামী লীগে এক নয়। ছয় দফার শেখ মুজিব, আর বাকশালের শেখ মুজিবও এক মানুষ নন। ছয় দফার শেখ মুজিব আর ষাটের দশকের আওয়ামী লীগকে বাদ দিয়ে স্বাধীন বাংলাদেশের কথা কল্পনাও করতে পারবেন না। এটাই বাস্তবতা। আমাদের মস্কোপন্থী মুখস্ত মার্কসবাদী বলশেভিকরা চিরকাল আওয়ামী লীগের ধামা ধরেই এসেছেন। আর চীনপন্থী মুখস্ত মার্কসবাদী বলশেভিকরা চোখ বন্ধ করে কানার মত আওয়ামী লীগের বিরোধিতা করেছেন। তার জন্য তাঁরা কখনো মুসলিম লীগ, কখনো জাসদ, কখনো বিএনপির ধামা ধরে থেকেছেন।) আসলে আজকে আমাদের এমন একগুচ্ছ কর্মসূচি লাগবে যা গোটা জাতির প্রাণের দাবি হয়ে উঠবে। হিন্দু-মুসলমান-নাস্তিক মাদ্রাসা-বিশ্ববিদ্যালয় সেকুলার-রিলিজিয়াস কমিউনিস্ট-অ্যানার্কিস্ট-ন্যাশনালিস্ট উচ্চ-মধ্য নিম্ন-বিত্ত নির্বিশেষে সকলের। ছয় দফা ওই ধরনের একটা সর্বগ্রহণযোগ্য দাবিনামা হয়ে উঠেছিল। আমাদের ইতিহাসে ওরকম সর্বগ্রহণযোগ্য আর কোনো দাবিনামার কথা আমি জানি না। তার জন্য ছয় দফার কথা বলেছি। আচ্ছা, ছয় দফার নাম শুনলেই অশান্তি লাগে— এমন নয় তো?! | দুই | আমার ওয়ালে এসে ছয় দফার নাম শুনে আপত্তি করা এই ভদ্রলোক আবার নামতা পড়া শ্রেণীতাত্ত্বিক। কর্তৃত্বপরায়ণ মার্কসবাদী। সুতরাং তিনি কথাগুলি হিসেবে জুড়ে দিলেন: "আসলে মধ্যবিত্তের স্বাধীনতা জিনিসটা এদেশে আওয়ামী চিন্তাকাঠামোর মধ্যেই সীমায়িত।" মার্কসের তিন পাতা পড়েও এঁরা দেখেন নি। শিখেছেন এক মুখস্থ গৎ— মধ্যবিত্ত খারাপ। শ্রেণী আর বিত্ত থিওরি দিয়ে এরা পাইকারিভাবে মানুষ বিচার করেন। আরে আব্বা, আপনি তো নিজেই মধ্যবিত্ত। আপনার গোটা পার্টিই একটা মধ্যবিত্ত শ্রেণীর পার্টি (যাঁরা হাস্যকরভাবে শ্রমিকশ্রেণীর বিপ্লবের কথা বলেন)! এঁদের চোখ নাই এরা দেখতে পান না। ভাষা-আন্দোলন করেছে মধ্যবিত্ত। বাংলাদেশ স্বাধীন করেছে মধ্যবিত্ত শ্রেণীর নেতৃত্ব। জেনারেল এরশাদের সামরিক স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াইয়ের নেতৃত্ব দিয়েছে মধ্যবিত্ত শ্রেণী। অথচ এই সব মুখস্ত মার্কসবাদীরা তোতা পাখির মতো উঠতে-বসতে, দিনরাত, এখানে-সেখানে, বকে যাচ্ছেন, মধ্যবিত্ত খারাপ, মধ্যবিত্ত খারাপ। আরে, গরিব মানুষের ঘরে জন্ম নিলেই কি সবাই জন্মসূত্রে বিপ্লবী হয় নাকি? মার্কস নিজেই তো মধ্যবিত্ত! আর, শ্রেণী দিয়ে কি ব্যক্তিমানুষের ভালো-মন্দ বিচার করা যায় নাকি! কার্ল মার্কস শ্রেণীর কথা তুলেছিলেন সমাজের অর্থনৈতিক উৎপাদন সম্পর্ক বোঝার জন্য। গরিব হলেই কি মার্কসীয় অর্থে "শ্রমিকশ্রেণী" তথা প্রলেতারিয়েত হয় নাকি! এইসব নামতা পড়া মুখস্থ মার্কসবাদীদেরকে নিয়ে কোথায় যাই! এইসব কর্তৃত্বপরায়ণ বলশেভিক মার্কসবাদীদের মুখে স্বাধীনতা শব্দটাই তো মানায় না। নিজেদের পার্টির মধ্যে কোনো স্বাধীনতা নাই। সৈন্যবাহিনীর প্রধানের মতো একেক জন নেতা থাকে এঁদের। সারা জীবনও সেই নেতা বদলায় না। এঁরা সব একেকটা ছোট ছোট স্বৈরতন্ত্রের ময়দার বস্তা। আল্লাহ না করুক, খোদা না করুক— আগামীকাল ক্ষমতায় গেলে পরশুদিন এটা সবার আগে আমাকে-আপনাকে ক্রসফায়ার দিতে আসবে। এঁরাই আসেন গণতন্ত্র ও স্বাধীনতার কথা বলতে! গণতন্ত্র নিয়ে কথা বলাটা তো একটা মুখস্ত বুলি মাত্র। অবসরপ্রাপ্ত জেনারেল এরশাদ বলতো। স্বৈরতন্ত্রের অন্যান্য মাতা-পিতারাও বলেন। কিন্তু এরা এখন ব্যক্তিমানুষের "স্বাধীনতা" নিয়েও কথা বলেন! তবে সেটা শুধু কটাক্ষ করার জন্য। নিজে দাস না হলে কেউ "স্বাধীনতা" কথাটা নিয়ে কটাক্ষ করে! বাঙালি বলশেভিকদের দৌড় আমরা ষাটের দশকে দেখেছি দেশ স্বাধীন হওয়ার পর আজ পর্যন্ত দেখছি। এগুলো সব কর্তৃত্বপরায়ণ ওয়ান-ম্যান টু-ম্যান পার্টি। ছোট ছোট সব আওয়ামী লীগ। ছোট ছোট সব বিএনপি। একই রকম নেতাগিরি, একই রকম পাঞ্জাবি, একইরকম ভোট দিন ভোট দিন, একই রকম ওয়ান-ম্যান পোস্টার। পোশাকে,-আশাকে চলনে-বলনে একেকটা সব আন্ডা-বাচ্চা ক্ষুদি-ক্ষুদি "শেখ মুজিব" (আসলে তো শেখ মুজিবের নখের যোগ্যও না)। আর, এঁরা আসেন ছয় দফা নিয়ে নিজেদের গা জ্বলুনি দেখানোর জন্য! (স্ক্রিন ফেটে চৌচির হাওয়া একটা ফোনে ভয়েস টাইপিং করে লেখা। বানানটানান পরে দেখছি।) #নতুন #ছয়দফা

 
 
 
 
 
Logo