সরন-প্রতিসরণ, ১৬-০৬-২০১৮
Jan Blencowe. Serene Light. 2008
‘না’ বলতে যে পারে নি তার জন্য রইল প্রার্থনা;
যে পারে নি হয়ত সে পারবে পরের বার ঠিক।
— আহা রে মানিক, তুমি কি মহান গবাদি রচনা!
সে তো নিজ সিদ্ধান্তেই বলতে চায় নি স্ট্রেইট ‘হ্যাঁ’ কিংবা ‘না’!
তুমি কে বিচার করো অপরের বুঝ-বিবেচনা?
বরঞ্চ নির্ণয় করো আত্ম-অধঃপতনের দিশা, আর নিজের নিরিখ।
বাঁচার তরিকা যার যার মতো, বোঝার তুমি কে!
তুমি তো ‘পান না তাই খান না’র সৎ ভাই সক্ষম খান্না—
অগতি-উদ্যমহীন নিজেকে নিয়েই নিজে জেরবার সিনিক অসুখে।
একটুখানি ডিগনিটি পেতে
বাড়ির বিড়াল থেকে বাজারের মাছ অব্দি কীভাবে ধুঁকছে এই দাসত্বের যুগে—
তুমি তার কী বুঝবে? তুমি তো জানো না
আজ এই ঈদের জামাতে
তোমারই অক্ষমতা নিয়ে প্রার্থনায় বসবে ব্যর্থতা নিজে।
রাবি: ১৬ই জুন ২০১৮
Schema and Logo: Salim Reza Newton
Home Pic: Childhood alphabet of Lalon Susmita Meera on wall
Developed by Fecund IT SolutioNs, Powered by UniqueIT