English | বাংলা
Logo
 

 

দুঃস্বপ্নের ঝোলা

সরন-প্রতিসরণ, ০৪-১১-২০০৭



Jean-Michel Basquiat. Untitled. 1982


 

কাব্যগ্রন্থ: পরিস্থিতির বিবরণ
কবিতাক্রম: ৫


 

সাজানো খোয়াবনামা থৈ পায় না ঘটনারাশির।
শখের শ্যামলী ডাক শুনতে পায় না শ্যামের বাঁশির॥


দুঃস্বপ্নের ঝোলা নিয়ে ধুরন্ধর ইবলিশ ঘোরাফেরা করছে শহরে।
ঝোলার ভেতরে হাঁটু– বুট দিয়ে ঠেসে ধরে গুলি করা হাঁটু,
রাবার-বুলেটে বিদ্ধ তীব্র নীল চোখের আগুন,
নখ থেকে উরু অব্দি কেটে ফেলা পায়ের দৌড়ানো।


হুইল চেয়ারে শোয়া মানুষের হামাগুড়ি দিতে থাকা ঘুমের ভেতরে
হেঁচকি-তোলা ছেঁড়া কণ্ঠা, ক্ষুধার্ত শিশুর কান্না– কাতর, করুণ;
আটার বদলে মুখে বিশুষ্ক হাড়ের মরা ছাতুর লোকমা।
অন্ধকার আলখাল্লা গায়ে দিয়ে আজাজিল আঁধারে খাড়ানো।


ঘুমাতে পারি না। ঘুমে জেগে-থাকা পূর্ণাঙ্গ নরকে
ঘাপটি মেরে পড়ে থাকি চূড়ান্ত চাবুক খাওয়া চৈতন্যের শূদ্র যবন হরিদাস।
স্বপ্নের সুরঙ্গ বেয়ে উঠে আসে দোজখ-দারোগা–
জীবনের প্রতিসত্তা মৃত্যু নয়, মরণের ত্রাস।


 

রাজশাহী কেন্দ্রীয় কারাগার
২০শে কার্তিক ১৪১৪, ৪ঠা নভেম্বর ২০০৭

 

 

 
 
 
 
 
Logo