English | বাংলা
Logo
 

 

অচেনা দাগ : বইপত্রের হদিস

অচেনা দাগ, ১৪-০২-২০১৫

অ্যাডোর্নো এবং হোর্খেইমার, ১৯৪৪। Max Horkheimer and Theodor W. Adorno, ‘The Culture Industry: Enlightenment as Mass Deception’ (pp. -) in Dialectic of Enlightenment : Philosophical Fragments, Stanford University Press, Stanford, California,  (Edited by Gunzelin Schmid Noerr, Translated by Edmund Jephcott).


অ্যানার্কোপিডিয়া, ২০০৮। Anarchopedia. International Workingmen's Association. www.en.anarchopedia.org/International_Workingmen's_Association. This page was last modified on  November , at :.


অ্যান্ড্রু ব্যারন এবং বেঞ্জামিন অলড্রয়েড, ২০০১। Andrew B. Barron and Benjamin P. Oldroyd (), “Social Regulation of Ovary Activation in 'Anarchistic' Honey-Bees (Apis mellifera) ”, Behavioral Ecology and Sociobiology, Vol. , No. / (Jan., ), pp. -, (Published by: Springer ), Stable URL: http://www.jstor.org/stable/.


অ্যান্ড্রু ব্যারন প্রমুখ, ২০০১। Andrew B. Barron, Benjamin P. Oldroyd and Francis L. W. Ratnieks (), “Worker Reproduction in Honey-Bees (Apis) and the Anarchic Syndrome: A Review ”, Behavioral Ecology and Sociobiology, Vol. , No. (Aug., ), pp. - (Published by: Springer), Stable URL: http://www.jstor.org/stable/-.


অ্যামস্টার ও অন্যান্য, ২০০৯। Randall Amster, Abraham DeLeon, Luis A. Fernandez, Anthony J. Nocella II, and Deric Shannon. Contemporary Anarchist Studies: An introductory anthology of anarchy in the academy. London and New York: Routledge.


আজিজুল হক রাসেল, ২০০৭। বিতর্কিত সান্ধ্য-কোর্স বাতিলের দাবীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট। ইউকেবেঙ্গলি। http://www.ukbengali.com/NewsMain/ArchiveNewsMain/MNews.htm


আন্টন পানেকুক, ১৯২০ Anton Pannekoek, The new Blanquism, From Collective Action Notes. Originally in Der Kommunist (Bremen), No. ,  http://libcom.org/library/new-blanquism-anton-pannekoek.


আন্টন পানেকুক, ১৯৩৬ Anton Pannekoek, “Party and class”, http://marxists.org/archive/pannekoe//party-class.htm.


আন্টন পানেকুক, ১৯৪৬ Anton Pannekoek, Workers' Council. The Dutch edition was published as "De arbeidersraaden" by the Communistenbond Spartacus in Amsterdam in  under the pseudonym P. Aartsz. The first English edition was published by J. A. Dawson in . http://marxists.org/archive/pannekoe//workers-councils.htm.


আন্টন পানেকুক, ১৯৭০ Anton Pannekoek, “Five Theses on the Class Struggle”, The Mass Strike in France May-June , Informations et Correspondance Ouvrieres (ICO), Root and Branch Pamphlet , July , http://libcom.org/library/mass-strike-france-ico.


আবু সাইয়ীদ, ২০১৩। চলচ্চিত্রের দর্শকপ্রিয়তায় নির্মাতার দায়ম্যাজিক লণ্ঠন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।


আরিফ রেজা মাহমুদ টিটো ও পার্থ প্রতীম দাস, ২০০৮। ‘মুক্ত বিশ্ববিদ্যালয় আন্দোলন: জরুরী পর্বের একটি জরুরী পাঠ ও বিবেচনা’ (আরিফ রেজা মাহমুদ টিটো ও পার্থ প্রতীম দাসের মধ্যে সওয়াল-জবাব); ঙ্কার: ক্ষমতা, মিডিয়া ও সক্রিয়তা বিষয়ক চিন্তা-অনুশীলন প্রচেষ্টা (মুক্ত বিশ্ববিদ্যালয় আন্দোলন: জরুরি পর্ব সংখ্যা); রেজাউর রহমান, সারোয়ার হোসেন সুমন, মেহেদী হাসান প্রান্ত, মোহাম্মদ আলী রুবেল, রেজাউল পারভেজ, গোলাম রাব্বানী, আরিফ রেজা মাহমুদ, এবং রীমা পারভিন কর্তৃক সম্পাদিত; রাজশাহী বিশ্ববিদ্যালয়; ১ম বর্ষ ১ম সংখ্যা, বৈশাখ ১৪১৫ এপ্রিল ২০০৮।


আরিফ রেজা মাহমুদ টিটো, ২০০৮। ‘আন্দোলনের কর্তৃত্ব-বিরোধী ধারা: ইশতেহারের মূল প্রস্তাবনা’; ওঙ্কার: ক্ষমতা, মিডিয়া ও সক্রিয়তা বিষয়ক চিন্তা-অনুশীলন প্রচেষ্টা (মুক্ত বিশ্ববিদ্যালয় আন্দোলন: জরুরি পর্ব সংখ্যা); রেজাউর রহমান, সারোয়ার হোসেন সুমন, মেহেদী হাসান প্রান্ত, মোহাম্মদ আলী রুবেল, রেজাউল পারভেজ, গোলাম রাব্বানী, আরিফ রেজা মাহমুদ, এবং রীমা পারভিন কর্তৃক সম্পাদিত; রাবি; ১ম বর্ষ ১ম সংখ্যা, বৈশাখ ১৪১৫ এপ্রিল ২০০৮।


আহমদ রফিক, ২০১২। ‘২১শে ফেব্রুয়ারি ১৯৫৩: নগ্নপদ প্রভাতফেরি’, পৃষ্ঠা ৮, একুশের ৬০ বছর, বিশেষ সংখ্যা, প্রথম আলো, ২১শে ফেব্রুয়ারি ২০১২।


ইগনাটিয়াস জেসুডাসান, ১৯৮৭ Ignatius Jesudasan. A Gandhian Theology of Liberation. Gujarat Sahitya Prakash: Ananda India, pp -. Originally a Ph.D. thesis in Marquette University, USA, .


ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স অফ দ্য ওয়ার্ল্ড, ২০১৩Preamble, Constitution, & General Bylaws of the Industrial Workers of the World”. As Amended Through January , . English PDF File. http://www.iww.org/about/official.


উইকিপিডিয়া, ২০১৩।Direct Action”. en.wikipedia.org/wiki/Direct_action. This page was last modified on  December  at :.


উইলিয়াম পল, ১৯১৭। William Paul. The State: Its Origins and Functions. The Socialist Press, Scotland.


উমবার্তো ইকো, ১৯৬৭ Umberto Eco , “Towards A Semiological Guerrilla Warfare” (oroginally published in ), Faith in Fakes: Travels in Hyperreality, Minerva, , Download link http://www.american-buddha.com/lit.towardsemiologicalguerrilla.htm. http://www.kareneliot.de/downloads/UmbertoEco_TowardsaSemiologicalGuerrillaWarfare.pdf.


কলিন ওয়ার্ড, ২০০৪। Collin Ward. Anarchism: A Very Short Introduction. Oxford, UK: Oxford University Press.


কলিম খান, ১৯৯৫। মৌল বিবাদ থেকে নিখিলের দর্শনে। কলকাতা: হাওয়া ঊনপঞ্চাশ প্রকাশনী।


কলিম খান, ২০০১। পরমা ভাষার সংকেত: ক্রিয়াভিত্তিক শব্দার্থবিধি ও ভাষাতত্ত্বের নতুন দিগন্ত। ঢাকা: প্যাপিরাস।


কার্ল কর্শ, ১৯১৯ Karl Korsch, "On Socialization," in Branko Horvat, Mihailo Marković, Rudi Supek (eds.), Self-Governing Socialism, Vol. One. New York: International Arts and Sciences Press. .


কাশীনাথ চট্টোপাধ্যায়, ১৯৮৮। ‘লেনিন ও সাংবাদিকতা।’ সংকলন ও অনুবাদ। কলকাতা: মনীষা গ্রন্থালয়।


কিউরিয়াস জর্জ ব্রিগেড, ২০০৩ The Curious George Brigade. Anarchy in the Age of Dinosaurs (http://en.wikipedia.org/wiki/Anarchy_in_the_Age_of_Dinosaurs). Written by the Curious George Brigade (http://en.wikipedia.org/wiki/Curious_George_Brigade), an anar-chist collective in the CrimethInc. network. Mosinee, Wisconsin : Yellow Jack Distro, PO Box . Web: http://zinelibrary.info/files/anarchy-in-the-age-of-dinosaurs.pdf (accessed on  January ).


কে. জে. কেনাফিক, ১৯৪৮ Kenneth Joseph Kenafick. Michael Bakunin and Karl Marx. Printed by A. Maller, Melbourne, Australia. [ Freedom Press, . ]


কেন ন্যাব, ২০০৬। Ken Knabb, “May  Graffiti”, Situationist International Anthology, Revised and Expanded Edition, Edited and translated by Ken Knabb, Bureau of Public Secrets.


গাই ডেবর্ড, ১৯৬৭। Guy Debord. The Society of the Spectacle. Translation: Ken Knabb, January , Rebel Press.


গাজীউল হক, ২০১২। ‘২১শে ফেব্রুয়ারি ১৯৫২: আমতলা’, পৃষ্ঠা ১, একুশের ৬০ বছর, বিশেষ সংখ্যা, প্রথম আলো, ২১শে ফেব্রুয়ারি ২০১২।


গুস্তাভ ল্যান্ডাওয়া (২০১০) Gustav Landaur, Revolution and Other Writings: A Political Reader; Edited and translated by Gabriel Kuhn; Oakland, CA: PM Press.


চে গুয়েভারা, ২০০৮ চে গুয়েভারার ডায়েরি। ভূমিকা: ফিদেল ক্যাস্ত্রো, অনুবাদ ও সম্পাদনা: জাকির শামীম, ঢাকা: নালন্দা।


জি. এম. স্টেক্ল, ১৯২৮ G. M. Stekloff. History of The First International. First published: in England . Published: London, Martin Lawrence Limited. Translated: from the rd Russian edition, with notes from the th edition, by Eden and Cedar Paul. Printed: and made in England by the Dorrit Press, Ltd, London S.E.. Transcribed: by Andy Blunden. Proofed: and corrected by Chris Clayton. Marxist Internet Archive. http://www.marxists.org/archive/ste
klov/history-firs t-international/.


জুলিয়ান অ্যাসাঞ্জ, ২০০৬। Julian Assange. “Conspiracy as Government”. Posted originally in his blog IQ.org (http://iq.org/conspiracies.pdf) linking to Cryptome (cryptome.org//ja-conspiracies.pdf).


জুলিয়ান অ্যাসাঞ্জ, ০১২। Julian Assange (with Jacob Applebaum, Andy Muller-Maguhn and Jeremie Zimmermann). Cypherpunks: Freedom and the Future of the Internet. New York and London: OR Books.


জোশ ফাত্তাল, ০০৬Josh Fattal, ‘Was Gandhi An Anarchist?’, Peace Power (Berkeley’s Journal of Nonviolence & Conflict Transformation), Volume , Number , Winter .


জ্যাক র‌্যানসিয়া, ২০০৬Jacques Ranciere, ‘Our police oorder: What can be said, seen and done’, Interview with Truls Lie in Le Monde Diplomatique, France.


ডেভিড গ্রেইবার, ২০০৪ David Graeber. Fragments of an anarchist anthropology (nd pr. ed.). Chicago: Prickly Paradigm Press.


ডেভিড গ্রেইবার, ২০০৯ David Graeber. Direct Action: An Ethnography. AK Press.


ডেভিড গ্রেইবার, ২০১১-ক। David Graeber, “Origins of Occupy Wall Street and Prefigurative Politics”, The Daily Kos, Oct , http://www.dailykos.Com/story/////-Origins-of-Occupy-Wall-Street-and-Prefigurative-Politics#.


ডেভিড গ্রেইবার, ০১১- David Graeber, ‘Occupy Wall Street’s Anarchist Roots’, Al Jazeera, ‘Opinion’ section,  Nov.


ডেভিড গ্রেইবার, ২০১১- Dabid Graeber, ‘Situating Occupy’, Adbusters, Dec.


ডেভিড গ্রেইবার, ২০১২-ক। David Graeber, “The New Anarchists”, New Left Review , Jan.-Feb. newleftreview.org/II//david-graeber-the-new-anarchists.


ডেভিড গ্রেইবা, ০১২- David Graeber, “The ‘Cancer’ In Occupy? An Anarchist Reponds”, The Occupied Wall Street Journal, June.


ডেভিড গ্রেইবার, ২০১৩। The Democracy Project: A History, A Crisis, A Movement. New York: Spiegel & Grau।


তলস্তয়, ১৯৩ Leo Tolstoy. ‘Gandhi Letters’. Recollections & Essays by Leo Tolstoy. Oxford University Press.


তলস্তয়, ১৯৯০ Leo Tolstoy. Government is Violence: Essays on Anarchism and Pacifism. Edited by Savid Stephens. Phoenix Press.


নীহাররঞ্জন রায়, ১৪০২ বঙ্গাব্দ। বাঙ্গালীর ইতিহাস: আদি পর্ব, দ্বিতীয় সংস্করণ, কলকাতা: দে’জ পাবলিশিং।


নৈবেদ্য চট্টোপাধ্যায়, ২০০৭ ‘আমেরিকার কারাগারতন্ত্র’। সিরাজুল ইসলাম চৌধুরী সম্পাদিত নতুন দিগন্ত, পঞ্চম বর্ষ তৃতীয় সংখ্যা, এপ্রিল-জুন, ঢাকা: সমাজ রূপান্তর অধ্যয়ন কেন্দ্র।


নোম চমস্কি, ৯৭০ ‘ভবিষ্যতের সরকার’, ‘নিউ ইয়র্কের যুবক-যুবতীদের হিব্রু সমিতি’র কবিতা-কেন্দ্রে ১৬ই ফেব্রুয়ারি তারিখে অনুষ্ঠিত শ্রুতি-সেমিনারে প্রদত্ত বক্তৃতা, মূল অডিও: www.chomsky.info/audionvideo/.mp, বক্তৃতাটির ইংরেজি অনুলিখন: http://tangibleinfo.blogspot.com///noam-chom। বঙ্গানুবাদ: সেলিম রেজা নিউটন। মাওরুম। ঢাকা।


নোম চমস্কি, ১৯৮৯। "Education as a system of indoctrination of the young”. An excerpt of a  lecture. Published in Youtube on June . https://www.youtube.com/watch?v=JVqMAlgAnlo।


নোম চমস্কি, ২০০০। http://www.chomsky.info/letters/.htm "Propaganda and Indoctrination", Znet,  December।


নোম চমস্কি, ২০০৫। Noam Chomsky. Chomsky on Anarchism, Selected and edited be Barry Pateman. Edinburgh, Oakland and West Virginia: AK Press।


পার্থ প্রতীম দাস, ২০০৮ ‘কর্তৃত্বের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা রক্ষার স্ব-দায়িত্ব’। ওঙ্কার: ক্ষমতা, মিডিয়া ও সক্রিয়তা বিষয়ক চিন্তা-অনুশীলন প্রচেষ্টা (মুক্ত বিশ্ববিদ্যালয় আন্দোলন: জরুরি পর্ব সংখ্যা); রেজাউর রহমান, সারোয়ার হোসেন সুমন, মেহেদী হাসান প্রান্ত, মোহাম্মদ আলী রুবেল, রেজাউল পারভেজ, গোলাম রাব্বানী, আরিফ রেজা মাহমুদ এবং রীমা পারভিন কর্তৃক সম্পাদিত; রাজশাহী বিশ্ববিদ্যালয়; ১ম বর্ষ ১ম সংখ্যা, বৈশাখ ১৪১৫ এপ্রিল ২০০৮।


পিওতর ক্রপোৎকিন, ১৮৮৬। Law and Authority. London: William Reeves. New Temple Press.


পিওতর ক্রপোৎকিন, ১৮৮৭। In French and Russian Prison. London: Ward and Downey.


পিওতর ক্রপোৎকিন, ১৮৯৭। The State: Its Historical Role. London: Freedom Office (1908). বর্তমানে প্রচলিত ইংরেজি অনুবাদ: ভার্নন রিচার্ডস (ফ্রিডম প্রেস, লন্ডন, ১৯৬৯)


পিওতর ক্রপোৎকিন, ১৯০২ Organised Vengeance Called Justice. London: Freedom Press.


পিওতর ক্রপোৎকিন, ২০০৯। কারাগার কি দরকারি? (লন্ডন থেকে ওয়ার্ড অ্যান্ড ডাউনি কর্তৃক ১৮৮৭ সালে প্রকাশিত রুশী ও ফরাসি কারাগারে গ্রন্থের সমাপ্তি-অধ্যায়, বাংলা অনুবাদ: সেলিম রেজা নিউটন) বিধান দাশগুপ্ত (সম্পা.), অঞ্জলি: শারদীয় ১৪১৬, ঢাকা: মহানগর সার্বজনীন পূজা কমিটি।


পিটার মার্শাল, ২০০৮Peter Marshall. Demanding the Impossible: A History of Anarchism. London, New York, Toronto and Sydney: Harper Perennial.


পিটার লাডলো, ২০০১ Peter Ludlow. Crypto Anarchy, Cyberstates, and Pirate Utopias. The MIT Press , Cambridge, Massachusetts , London, England.


পিয়েরে ক্লস্ত্রে, ১৯৮৯। Pierre Clastres. Society Against the State: Essays in Political Anthropology. Translated by Robert Hurley in collaboration with Abe Stein. New York: Zone Books.


পিয়েরে জোসেফ প্রুধোঁ, ১৮৪০ Pierre-Joseph Proudhon. What is Property? Or, an Inquiry into the Principle of Right and Government. Translated from the French by Benjamin R. Tucker. Dover, New York, . (The Dover edition is an unabridged and unaltered republication of the English translation originally published by Humboldt Publishing Company in .) http://www.gutenberg.org/cache/epub //pg.txt.


ফরহাদ মজহার, ২০০১। দল বেঁধে পিটিয়ে ও কুপিয়ে মানুষ মারাবিডিনিউজ টোয়েন্টিফোর ডট কম। জুলাই ১৯।


ফিগিস ও লরেন্স, ১৯০৭।Letter to Bishop Mandell Creighton”. 5th April . In Historical Essays and Studies edited by J.N. Figgis and R.V. Lawrence. London: MacMillan.


বি. পি. অলড্রয়েড প্রমুখ, ২০০১। B. P. Oldroyd, T. C. Wossler and F. L. W. Ratnieks (), “Regulation of Ovary Activation in Worker Honey-Bees (Apis mellifera): Larval Signal Production and Adult Response Thresholds Differ between Anarchistic and Wild-Type Bees”, Behavioral Ecology and Sociobiology, Vol. , No. (Sep., ), pp. - (Published by: Springer), Stable URL: http://www.jstor.org/stable/.


বিনয় ঘোষ, ১৯৯৯ মেট্রোপলিটন মন-মধ্যবিত্ত-বিদ্রোহ ওরিয়েন্ট লংম্যান লিমিটেড, কলকাতা।


বিপ্রতীপ, ২০০৯ অন্ধকারে লণ্ঠনের আলোআমার ব্লগ। ১০ই আগস্ট। https://www.amarblog.com/index.php?q=biproteep/posts/.


ব্যারান প্রমুখ, ১৯৮৪। Barran et al. Self, Symbols and Society: An Introduction to Mass Communication. New York: Random House.


ব্রিটানিকা বিশ্বকোষ, ২০১৩ Encyclopaedia Britannica. First International. Retreived on the th December of . http://www.britannica.com/Ebchecked/topic//First-International.


ভল্টারিন ডি ক্লিরা, ১৯১২ Voltairine de Cleyre. “Direct Action”. Anarchy Archives: An Online Research Center on the History and Theory of Anarchism. http://dwardmac.pitzer.edu/Anarchist_Archives/bright/cleyre/direct.html.


ভ্লাদিমির ইলিচ লেনিন, ১৯০৫ V. I. Lenin. “Party Organisation and Party Literature”. Published: Novaya Zhizn, No. , November , . Source: Lenin Collected Works, Progress Publishers, , Moscow, Volume , pages -.


ভ্লাদিমির ইলিচ লেনিন, ১৯৭১ সংস্কৃতি ও সাংস্কৃতিক বিপ্লব। মস্কো: প্রগতি প্রকাশন।


মাইকেল রাডেলেট এবং ট্রেসি লেইক, ০০৯Michael L. Radelet and Traci L. Lacock, “Do Executions Lower Homicide Rates?: The Views Of Leading Criminologists”, The Journal of Criminal Law & Criminology, (Copyright ©  By Northwestern University, School Of Law ) Vol. , No.  , Printed In U.S.A.


মার্কস-এঙ্গেলস, ১৮৭২ Marx and Engels (). “Fictitious Splits in the International”. Written by Marx and Engels between January and March , . Adopted by the General Council of the International Workingmen's Association as a private circular. Published in Geneva . Progress Publisher translation. http://www.marxists.org/archive/marx/works///fictitious-splits.htm#p.


মার্টিন লুথার কিং জুনিয়র, ১৯৬৩। Martin Luther King, Jr. “Letter from Birmingham Jail”, April , . http://abacus.bates.edu/admin/offices/dos/mlk/letter.html.


মিখাইল বাকুনি, ১৮৬৯ Mikhail Bakunin. “The Organization of the International”. Marxist Internet Archive, http://www.marxists.org/reference/archive/bakunin/works/writings/ch.htm.


মোহনদাস করমচাঁদ গান্ধী, ৩০ Mohandas Karamchand Gandhi, “Letter to Narandas Gandhi” (Tuesday morning, September , ), The Collected Works of Mahatma Gandhi (Electronic Book), VOL.:  AUGUST,  - JANUARY, , New Delhi, Publications Division of Government of India, , in  Volumes.


মোহনদাস করমচাঁদ গান্ধী, ১৯৩৩ Mohandas Karamchand Gandhi, “Five Questions on Varnadharma” (Harijan Sevak, --), The Collected Works of Mahatma Gandhi (Electronic Book), VOL.  :  MARCH,  -  APRIL, , New Delhi, Publications Division of Government of India, , in  Volumes.


মোহনদাস করমচাঁদ গান্ধী, ১৯৩৪- Mohandas Karamchand Gandhi, “Interview to Nirmal Kumar Bose” (Interviewed: November /, ). (Published first in The Modem Review and then reproduced in The Hindustan Times, --). The Collected Works of Mahatma Gandhi, Volume .


মোহনদাস করমচাঁদ গান্ধী, ১৯৩৪- Mohandas Karamchand Gandhi, “Speech at A.I.C.C. Meeting, PatnaÍI. (Published in The Bombay Chronicle, -- and --). The Collected Works of Mahatma Gandhi, Volume .


মোহনদাস করমচাঁদ গান্ধী, ১৯৪৬Mohandas Karamchand Gandhi, “Congress Ministries and Ahimsa”, Harijan Sevak, --. (A translation of this was also published in Harijan, --). The Collected Works of Mahatma Gandhi, Volume .


মোহনদাস করমচাঁদ গান্ধী, ১৯৯৯Mohandas Karamchand Gandhi, The Collected Works of Mahatma Gandhi (Electronic Book), New Delhi, Publications Division of Government of India, , in  Volumes.


ম্যাডেলিন বিকম্যান এবং বেঞ্জামিন অলড্রয়েড, ২০০১। Madeleine Beekman and Benjamin P. Oldroyd (2003), “Different Policing Rates of Eggs Laid by Queenright and Queenless Anarchistic Honey-Bee Workers (Apis mellifera L.), Behavioral Ecology and Sociobiology, Vol. , No. (Sep., ), pp. - (Published by: Springer ), Stable URL: http://www.jstor.org/stable/.


ম্যাডেলিন বিকম্যান প্রমুখ, ২০০১। Madeleine Beekman, Stephen J. Martin, Falko Drijfhout and Benjamin P. Oldroyd (), “Higher removal rate of eggs laid by anarchistic queens—a cost of anarchy? ”, Behavioral Ecology and Sociobiology, Vol. , No.  (October ), pp. - (Published by: Springer ), Stable URL: http://www.jstor.org/stable/.


রেজাউর রহমান প্রমুখ, ২০০৮ সম্পাদকীয়; ওঙ্কার: ক্ষমতা, মিডিয়া ও সক্রিয়তা বিষয়ক চিন্তা-অনুশীলন প্রচেষ্টা (মুক্ত বিশ্ববিদ্যালয় আন্দোলন: জরুরি পর্ব সংখ্যা); রেজাউর রহমান, সারোয়ার হোসেন সুমন, মেহেদী হাসান প্রান্ত, মোহাম্মদ আলী রুবেল, রেজাউল পারভেজ, গোলাম রাব্বানী, আরিফ রেজা মাহমুদ, এবং রীমা পারভিন কর্তৃক সম্পাদিত; রাজশাহী বিশ্ববিদ্যালয়; ১ম বর্ষ ১ম সংখ্যা, বৈশাখ ১৪১৫ এপ্রিল ২০০৮।


সেলিম রেজা নিউটন, ২০০৮-ক। ‘কর্তৃত্ব কারাগার দেবরাজ’। অপ্রকাশিত রচনা।


সেলিম রেজা নিউটন, ২০০৮- ‘আইনের শাসন, বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা এবং গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ’, ওঙ্কার: ক্ষমতা, মিডিয়া ও সক্রিয়তা বিষয়ক চিন্তা-অনুশীলন প্রচেষ্টা (মুক্ত বিশ্ববিদ্যালয় আন্দোলন: জরুরি পর্ব সংখ্যা); রেজাউর রহমান, সারোয়ার হোসেন সুমন, মেহেদী হাসান প্রান্ত, মোহাম্মদ আলী রুবেল, রেজাউল পারভেজ, গোলাম রাব্বানী, আরিফ রেজা মাহমুদ, এবং রীমা পারভিন কর্তৃক সম্পাদিত; রাজশাহী বিশ্ববিদ্যালয়; ১ম বর্ষ ১ম সংখ্যা, বৈশাখ ১৪১৫ এপ্রিল ২০০৮।


সেলিম রেজা নিউটন, ২০০৮- ‘‘‘মঙ্গলগ্রহের আক্রমণ’ শীর্ষক গবেষণার পর্যালোচনা: সমাজে মিডিয়ার প্রভাব সংক্রান্ত সরলপাঠের বিপদ’’। সোশ্যাল সায়েন্স জার্নাল। চতুর্দশ সংখ্যা। রাজশাহী বিশ্ববিদ্যালয়। পৃষ্ঠা ১৫-২৯।


সেলিম রেজা নিউটন, ২০১০। বিদ্রোহের সপ্তস্বর: বিডিআর থেকে বিশ্ববিদ্যালয়। ঢাকা: যেহেতু বর্ষা।


সেলিম রেজা নিউটন, ২০১১। পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংস্কার: প্রসঙ্গ শিক্ষক ও ছাত্র রাজনীতি। যোগাযোগ। সংখ্যা ১০, জানুয়ারি ২০১১। পৃষ্ঠা ৯-৬৪।


সেলিম রেজা নিউটন, ২০১২ ‘মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট: কর্তৃত্বপরায়ণ সমাজতন্ত্রের প্রচ্ছন্ন রূপকল্প’। দেশলাই। ২য় সংখ্যা: শ্রাবণ ১৪১৯ আগস্ট ২০১২।


সেলিম রেজা নিউটন, ২০১৩-ক। ‘ধর্ষণ বলপ্রয়োগ বলাৎকার’। দৈনিক ইত্তেফাক, ‘খর বায়ু বয় বেগে’ কলাম, ‘দৃষ্টিকোণ’ পাতা, ২৯শে জানুয়ারি।


সেলিম রেজা নিউটন, ২০১৩-খ। নয়া মানবতাবাদ ও নৈরাজ্য: এম. এন. রায়ের মুক্তিপরায়ণতা প্রসঙ্গে। ঢাকা: আগামী প্রকাশনী।


সেলিম রেজা নিউটন, ২০১৩-  ‘বাংলা-বসন্ত: উদ্দেশ্য ও উপায়। দৈনিক ইত্তেফাক, দৃষ্টিকোন পাতা, ২৭শে ফেব্রুয়ারি ২০১৩। 


সেলিম রেজা নিউটন, ২০১৩- ‘জর্জ অরওয়েলের ১৯৮৪: তোমার দ্বেষ আমার দ্বেষ বাংলাদেশ বাংলাদেশ’। প্রাইম খবর, ৬ই মার্চ ২০১৩।


সেলিম রেজা নিউটন, ২০১৩-ঙ। ‘রাজা এবং রাষ্ট্রের ধর্ম: দণ্ডনীতির উৎপত্তির গল্প’। দৈনিক ইত্তেফাক, ‘খর বায়ু বয় বেগে’ কলাম, ‘দৃষ্টিকোণ’ পাতা, ১৪ই মার্চ।


স্যার শঙ্করন নায়ার, ১৯২২Sir C. Shankaran Nair. Gandhi and Anarchy. nd edition. Madras: Tagore & Co.


হরিচরণ বন্দোপাধ্যায়, ১৯৯৬-ক। বঙ্গীয় শব্দকোষ। চতুর্থ মুদ্রণ। প্রথম খণ্ড। কলকাতা: সাহিত্য অকাদেমি।


হরিচরণ বন্দোপাধ্যায়, ১৯৯৬- বঙ্গীয় শব্দকোষ। চতুর্থ মুদ্রণ। দ্বিতীয় খণ্ড। কলকাতা: সাহিত্য অকাদেমি।


হুডল্ফ হকার, ১৯৩৮ Rudolf Rocker. Anarcho-Syndicalism. Original edition: Martin Secker and Warburg Ltd, London, UK, . Second edition: Modern Publishers, Indore, India, . Third edition: Gordon Press, USA, . Fourth edition: Phoenix Press, London, UK, . Fifth edition: Pluto Press, London, UK,  (Preface by Noam Chomsï, Introduction by Nicholas Walter). Sixth edition: AK Press, Oakland, Canada,  (first published ). Manoosh Network home edition: Rajshahi, December .


হুডল্ফ হকার, ২০১১ ‘নৈরাজ্যবাদ: এর লক্ষ্য ও উদ্দেশ্য’। অ্যানার্কো সিন্ডিক্যালিজম গ্রন্থের প্রথম অধ্যায়। তরজমা: সেলিম রেজা নিউটন। বাউণ্ডুলে (রাসেল মাহমুদ সম্পাদিত)। খুলনা। ফেব্রুয়ারি ২০১১। পৃষ্ঠা ৪৭-৬৩।

 

 

 

 
 
 
 
 
Logo