জীবন বাইনারি নয়— সমগ্র, অখণ্ড। অসূয়া হোক বা উদারতা, ভালোবাসা হোক অথবা ঘৃণা, কাম হোক অথবা কৃচ্ছ্র — ইত্যাকার সবই তো আমাদের মনের নানাবিধ বাইনারি-জঞ্জাল। এসবের উৎপত্তি ও বৃদ্ধি কর্তাপ্রথার প্রত্যক্ষ ও প্রচ্ছন্ন সর্বগ্রাসী প্রশিক্ষণে। আমাদের মধ্যে ততক্ষণই এসব বাইনারি তাড়না থাকতে পারে যতক্ষণ তাদের দিকে আমরা একটানা শান্ত দৃষ্টিতে তাকিয়ে থাকতে শুরু না করি, তাদের সাথে সম্যকভাবে পরিচিত হতে শুরু না করি, জানতে শুরু না করি তারা কারা, আমাদের কাছে তারা কী চায় ইত্যাদি। দীর্ঘ সময় ধরে চোখে চোখ রেখে সত্যিকারের পরিচয় সম্পন্ন হলে তারা আমাদের স্বাভাবিক সত্তায় বিলীন হয়ে যায়।