English | বাংলা
Logo
 

 

আতঙ্কের আলখাল্লা

নাটোর, ২৮-০২-১৯৯২

 


গ্রাফিক: সেলিম রেজা নিউটন

 

জীবনানন্দ দাস: মনে পড়ে, দেখা হতো পথে?

 

মাথাটা নিচের দিকে, পায়ে নীল মলিন স্যান্ডেলজুড়ে ক্ষত—

শূন্য করিডোর ধরে কে যেন একলা হেঁটে যায়।

দু-পাশের তালাবদ্ধ ভুতুড়ে দরজা পিছে ফেলে

কে তার ছায়ায় হাঁটে অচঞ্চল নেকড়ের মতো?

 

স্যান্ডেলের নীল শব্দ অথৈ নীরবতার স্বরে

গড়ে তোলে নির্লিপ্তির গোপন আঁতাত।

মেঝের সমস্ত জমি জলের দ্রবণে নিরাকার:

ছাদের হলুদ বাতি ধীরে ধীরে মৃত্যু-মগ্ন রঙিন মাছের মৃদু রঙে;

দেয়ালের চুনসুরকি, কংক্রিটের রডসিমেণ্ট

বিগলিত নরম পানিতে।

 

দ্রবীভূত করিডোরে আতঙ্কের আলখাল্লা পরে

যে হাঁটে কুয়াশামাখা রাতে,

তার নীল চটি পায়ে আমিও কি হাঁটি নাই

এরকম অসম্ভব পথে?

 

 

ঢাকা বিশ্ববিদ্যালয়:
২৮শে ফেব্রুয়ারি ১৯৯২


 

 

পিডিএফ ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন

 

 

 

 
 
 
 
 
Logo