নাটোর, ২৮-০২-১৯৯২
জীবনানন্দ দাস: মনে পড়ে, দেখা হতো পথে?
মাথাটা নিচের দিকে, পায়ে নীল মলিন স্যান্ডেলজুড়ে ক্ষত—
শূন্য করিডোর ধরে কে যেন একলা হেঁটে যায়।
দু-পাশের তালাবদ্ধ ভুতুড়ে দরজা পিছে ফেলে
কে তার ছায়ায় হাঁটে অচঞ্চল নেকড়ের মতো?
স্যান্ডেলের নীল শব্দ অথৈ নীরবতার স্বরে
গড়ে তোলে নির্লিপ্তির গোপন আঁতাত।
মেঝের সমস্ত জমি জলের দ্রবণে নিরাকার:
ছাদের হলুদ বাতি ধীরে ধীরে মৃত্যু-মগ্ন রঙিন মাছের মৃদু রঙে;
দেয়ালের চুনসুরকি, কংক্রিটের রডসিমেণ্ট
বিগলিত নরম পানিতে।
দ্রবীভূত করিডোরে আতঙ্কের আলখাল্লা পরে
যে হাঁটে কুয়াশামাখা রাতে,
তার নীল চটি পায়ে আমিও কি হাঁটি নাই
এরকম অসম্ভব পথে?
পিডিএফ ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন
Schema and Logo: Salim Reza Newton
		Home Pic: Childhood alphabet of Lalon Susmita Meera on wall 
		Developed by Fecund IT SolutioNs, Powered by UniqueIT