English | বাংলা
Logo
 

 

আমরা কর্তৃপক্ষ

সরন-প্রতিসরণ, ১১-০৮-২০১৮

 

আদিম মানুষের আঁকা গুহাচিত্র
 

 

লাইসেন্স আছে আমাদের—
অমরত্বের লাইসেন্স আমাদেরই হাতে।
আমরা কর্তৃপক্ষ, চিরজীবী—
আমরা অমর।

মানুষের জীবন ও মৃত্যুর লাইসেন্স চাও?
আমাদের অফিসে আইসো—
আমরাই ইস্যু করি।
তোমাদের সুরক্ষা— সে তো আমাদেরই সেবা-কার্যক্রম।

অনুগত থাকো।
শান্তিতে, উন্নয়নে, অানুগত্যে অনুগত থাকো।
শয়তান, দুর্বৃত্ত ও অবাধ্যদের নির্মূল করব আমরা।
জনস্বার্থে, তোমাদের মঙ্গলের স্বার্থে
যত কিছু উৎকণ্ঠা, যত কিছু দায়—
সব আমাদেরই কণ্ঠায়।


যারা অন্যতন্ত্র চাও— অন্যদেশে যাও।
আমাদের স্বাধীনতা ও স্বশাসন
আমাদের জন্য গৌরবের।
আমাদেরই লাইসেন্স আছে।
অত্র অঞ্চলে কর্তৃত্বের বৈধ কাগজপত্র
আমাদের নামে।
কর্তৃপক্ষ আমরা—
বৈধতার মানদণ্ড আমরা বিচার করি,
আমরা নির্ধারণ করি সত্যের সংজ্ঞা।

দেশপ্রেমিক হও,
আমাদের অফিসে আইসো—
শান্তি এবং উন্নয়নের
কেন্দ্রীয় বৈধ কার্যালয়ে।

 

 

 

 
 
 
 
 
Logo