শান্তি ওম শান্তি ওম শান্তি
(যদিও এটা আশ্বিনের মান্থ-ই)—
বর্ষা আজো, এখনো ধারাজল
মাটি-পাতায় ছাতা-মাথায় দিবসে-রাতে করছে চলাচল।
ঝিপঝিপিয়ে ঝিপঝিপিয়ে রোজ
পড়ছে পানি — আকাশ ঘনকালো।
বুঝি কোথাও হঠাৎ ঝলসালো
বজ্রপাত!— ছাব্বিশ নিখোঁজ।
বালিতে বুকভরাট নদী তার
এখনো স্রোতে ভাঙছে পারাপার —
আলগা জলে গভীরতার স্মৃতি
রাখছে লিখে এপারজল-ওপারপানি রাষ্ট্র-সম্প্রীতি।
বর্ডারে নাকি বর্ষা-চোরাচালান!—
বিরাষ্ট্রীয় পরাণ যায় ঝরে।
সামনে শীতে মরানদীর চরে
লিখবে স্মৃতি বন্দুকের গান।
তথাপি আমি ছাতামাথার জলে
ভিজছি রোজ বাদলধারাতলে।
শান্তি ওম শান্তি ওম শান্তি —
শ্রাবণ-আষাঢ়-ভাদর-শেষে আশ্বিনেও বর্ষা — কি যে শান্তি!
রাবি: ৬ই আশ্বিন ১৪২৩, ২১শে সেপ্টেম্বর ২০১৬
প্রথম প্রকাশ: ফেসবুক