English | বাংলা
Logo
 

 

অস্পষ্ট নেকাব

সরন-প্রতিসরণ, ০১-০৯-২০০৫

 

Krupa Shah. Abstract. 2016


 

কাব্যগ্রন্থ: পরিস্থিতির বিবরণ
কবিতাক্রম: ৫


 

জীবনের রাশ বাজারের খোলা খুরে।
নেকড়ে বাঘের পালের মতোন রাত
জ্বলছে। দিবস টিভির থেকেও দূরে।
মৃত্যু-লাগামে আত্মঘাতীর হাত।


মাথা-ঠুকে-মরা সিল মাছেদের শবে
এখনও বরফ ভাঙার চিহ্ন ভাসে।
আরও কত প্রাণ ঝরে গেছে শৈশবে।
ইলিশের মতো– ডিমে; আর অভ্যাসে।


সাগরে ভাসছে কার মৃত্যুর ছায়া?
কোথায় জাগছে কেমন দিনের চর?
এত যে মৃত্যু– এতদিন আবছায়া ...
এখন শুনছি মৃত্যু ভয়ঙ্কর!


মৃত্যু তাহলে তুলেছে কালো নেকাব?
মানুষের রঙ সত্যি তাহলে লাল?
অযথা-মৃত্যু কতখানি নিষ্পাপ?
প্রশ্নে-বোমায় সময় টালমাটাল।

 

-৮৮-এফ রাবি: আগস্ট-ডিসেম্বর ২০০৫, ভাদ্র-পৌষ ১৪১২

 

 

 

 

 

 

 
 
 
 
 
Logo