English | বাংলা
Logo
 

 

অবলোকনের নিচে

সরন-প্রতিসরণ, ০৮-০৩-২০১৩

 

 

মুগ্ধ পৃথিবী ফিরবে না আর, মিনাজেল উসিটেরন,
তবু থেকে যাবে অকারণ কত পিরিতি-দগ্ধ পীড়ন।
অদৃশ্যময় চিহ্ন তাহার সে ঠিক রাখবে লিখে
ব্যর্থ-ব্যাকুল ভালোবাসা দিয়ে মেখে।
তুমি কি চাখো নি সেই দাগ, সেই অন্তিম অনুরাগ?
আজও কেন ফের চেয়ে দেখো তাকে আনমনে অনিমিখে?

 

কত বার তার স্তব্ধ চাউনি, মৌনমুখর ধ্বনি
ব্যথার আড়ালে সে গেছে হুবহু এঁকে
কিছু না-চাওয়ার অপেক্ষা দিয়ে ঢেকে।
তুমি কি দেখো নি বিষাদ-বিলাসী উদাসীন মিছে-হাসি
পথের প্রান্তে শালিক-রঙের অচেনা পাখির চোখে?
অবলোকনের নিচেই কেঁদেছে আকুলতা-কানাকানি।

 

ফারাক মুছেছে দিবসের সাথে নিশির:
একলা রাতের হাহাকার-মোড়া হারমোনিকার বাঁশি

ভাঙায় নি ঘুম। নীরব-নিঝুম উপেক্ষা-আঁকা শশী
শাদা জোছনায় একা একা গেছে ভিজে।
কেউ তা দেখে নি। রাতের রাগিনী নিঃসীম ঠাটে বেজে
সেজেছে ভোরের শিশির।

 

বিগত কাল তো রেখে গেছে তার স্মৃতি।
আবছা আলোর চোখছলোছলো-ঘোলাটে মেঘের গানে
অবধারিত সে বিফল বিকাল কে আজ ফিরিয়ে আনে?
সে কি ভুলে গেছে কার্তিক মাসে কুয়াশার উল্লাসে
মাধবীলতার মায়া দিয়ে ঘেরা সুদূর শোকের রাতি
কেড়ে নিয়ে গেছে সব স্বাদ, অনুভূতি?

 

রাবি: ৮ই মার্চ ২০১৩

 

 

 
 
 
 
 
Logo