সরন-প্রতিসরণ, ২৪-০৫-২০০৯
আলোকচিত্র: নিয়ামুন নাহার নিমা। গ্রাফিক: সেলিম রেজা নিউটন
আমার পাওনা যা— তা-ই আমি পাই:
শুকনা মেঝেতে ভেজা কবিতা সাজাই।
খরা যদি বাড়ে, কড়া রোদের ঝাপটে
বুকে যদি বাড়ে ব্যথা— চোখের আকাশে
বরষা নামাই, জলে নৌকা ভাসাই।
যা আমার প্রাপ্য, শুধু সেটুকুই জোটে—
প্রেমের কয়েদ খাটে বেহায়া সানাই।
এরকম হতো যদি: আমার সকাশে
সত্যিকার মেঘে ভেসে আসত শীতল,
সব রোদ কাছে এসে হয়ে যেত জল!
আমি যা— সেটাই তো আমার সম্বল;
বাকি সব উপচার, উপলক্ষ্য, দায়।
প-৬১/এ রাজশাহী বিশ্ববিদ্যালয়: ২৪শে মে ২০০৯
Schema and Logo: Salim Reza Newton
Home Pic: Childhood alphabet of Lalon Susmita Meera on wall
Developed by Fecund IT SolutioNs, Powered by UniqueIT