English | বাংলা
Logo
 

 

আলোকচমকচিত্র

সাহিত্য ক্যাফে, ২৪-১১-২০১৩

 

 

নীলজল, নীলাকাশ, পাখি …
 

দাঁড়ালো সে সাহেববাজার-মোড়ের নিম এক কোণে।
শান্ত হলো অসুরসভা প্রভার আস্তরণে;
নরোম আলোর আবছা আভা নিজের গুঞ্জরণে
ছড়ালো সুর – জানলো না কেউ গোপন কারণকার্য।

অরুণিমার কক্ষপথের সীমায় সে নিজ-সূর্য –
স্নিগ্ধ আলোর চন্দ্রচরে শব্দহীন এক তূর্য।
উঠল বেজে শেষ বিকেলের অচিন ষড়ৈশ্বর্য –
নেমে এলেন ঈশ্বরী। তাঁর সঙ্গে বোধি-ভান্তে।

গান কোরে সে চাঁদের গলায় নিজেরই অজান্তে
আগুন আঁকায় অন্ধ ধ্বনির অতলপুরের অন্তে;
গৌতম সে – সে সিদ্ধার্থ নীল আকাশের প্রান্তে
আঁকল ছবি অনলজলের অবাক বিকিরণে;
হঠাৎ সেদিন সাহেববাজার-মোড়ে – আপন মনে।


 

রচনা: রাবি ২৪শে নভেম্বর ২০১৩
প্রকাশ: সাহিত্য ক্যাফে ২৯-০৩-২০১৭

 

 

 

সাহিত্য ক্যাফে, ২৯-০৩-২০১৭

 
 
 
 
Logo